দলবদল করতেই বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ : মার খেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ তৃণমূল নেতৃত্বের

31st January 2021 10:25 am হুগলী
দলবদল করতেই বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ : মার খেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ তৃণমূল নেতৃত্বের


নিজস্ব সংবাদদাতা ( হুগলী ) : উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তিনি যোগ দিলেন বিজেপিতে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর পাঠানো বিশেষ বিমানে আরো কয়েকজন সতীর্থর সাথে দিল্লি উড়ে যান উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল । অমিত শাহ র বাড়িতে গিয়ে যোগ দিয়েছেন পদ্ম শিবিরে । রবিবাসরীয় মেগা যোগদান মেলায় উপস্থিত হবেন ডুমুরজলায় বলে খবর । দিল্লি উড়ে যেতেই তৃণমূল বিধায়কের বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন । ধিক্কার মিছিল হয় কোন্নগর নবগ্ৰাম এলাকায় । যেখানে প্রবীর ঘোষাল এর ছবিতে কালি লাগিয়ে আগুনে পোড়ানো হয় প্রকাশ‍্যে।  এমনকি গদ্দার চলে যাওয়ায় দলের উপকার ই হলো বলে জানিয়েছেন স্থানীয় নেতৃত্বরা । যে দুর্নীতির অভিযোগ তুলে দল ছাড়লেন প্রবীর ঘোষাল , তাঁর বিরুদ্ধেও একাধিক দুর্নীতির কথা সামনে আনলেন তৃণমূলের নেতারা । পঞ্চায়েত সমিতির মাধ‍্যমে তার মদতপুষ্ট সভাপতির হাত ধরে বিভিন্ন প্রকল্প থেকে টাকা ভাগ বাটোয়ারা করেছেন বলে অভিযোগ করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদার । ইতিপূর্বে দলের কাছে জানিয়েও কোন সুরাহা হয় নি বলে জানিয়েছেন তিনি । কল‍্যাণ বন্দ‍্যোপাধ‍্যায় এর সাথে ওনার রেষারেষি ছিল । উনি নিজেকে কল‍্যাণ বন্দ‍্যোপাধ‍্যায় এর থেকেও বড় লিডার মনে করতেন । প্রবীর ঘোষাল দল ছাড়ায় উত্তরপাড়া থেকে একটা "পাপ " বিদায় হলো বলে অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদার জানিয়েছেন । তিনি আরো বলেন কোন্নগর নবগ্ৰামের একটা লোক ও ওনার সাথে থাকবে না । উনিই গোষ্ঠীদ্বন্দ্ব করতে চেয়েছিলেন । আগামীদিনে কোন্নগর এর বুকে উনি মার না খান , হয়তো মার ও খেয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন অঞ্চল সভাপতি ।

ছবি : সংগৃহিত





Others News

নিম্মচাপের জেরে অতিবৃষ্টি : হুগলী জেলায় ব‍্যাপক ক্ষতি চাষে

নিম্মচাপের জেরে অতিবৃষ্টি : হুগলী জেলায় ব‍্যাপক ক্ষতি চাষে


সুজিত গৌড় ( হুগলী ) :  নিম্ন চাপের জেরে শনিবার থেকে অকাল বৃষ্টিতে মাথায় হাত চাষীদের।
জেলায় আলু চাষে ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যাবে কয়েক লক্ষ টাকার উপর বলে দাবি চাষীদের। ধান জমিতে যেমন ক্ষতির পাশাপাশি হুগলী জেলা জুড়ে ব্যাপক ক্ষতি এবার আলু চাষে। চলতি বছরে বার বার নিম্নচাপ  চাপের জেরে যেভাবে ধান চাষ পিছিয়ে ছিল ঠিক আলু চাষও পিছিয়ে ছিল প্রায় পনোর দিন। তবে গত শুক্রবার পযন্ত হুগলী জেলায় প্রায় ৩০ শতাংশ জমিতে বসানো হয়ে গিয়েছিল আলু এবং ৬০ শতাংশ জমি আলু চাষ উপযোগী করে তুলে ছিলেন চাষীরা। ধান চাষের মত আলু চাষের শুরুতে এবার কাল হয়ে উঠলো অকাল বৃষ্টি। অকাল বৃষ্টির ফলে যে সব জমিতে ইতি মধ্যেই আলু বসানো হয়ে গিয়েছিল, সেই সব জমিতে জল জমে থৈ থৈ করছে। ফলে জমিতে বসানো সমস্ত আলু বীজ পচে নষ্ট হতে বসেছে।  কারণ আলু বসানোর পর অন্তত পনেরো থেকে কুড়ি দিন কোনো জলের প্রয়োজন পরে না আলু চাষের ক্ষত্রে।
এ বছর এক বিঘা জমিতে চাষ উপযোগী করে আলু বসানো পযন্ত চাষীদের খরচ পড়েছে প্রায় পনেরো হাজার টাকা অন্যদিকে আলু বসানোর আগে পর্যন্ত  এক বিঘা জমিকে  চাষ উপযোগী করে তুলতে খরচ পড়েছে প্রায় সাত হাজার টাকা। অর্থাৎ ইতি মধ্যে নিম্ন চাপের জেরে অকাল বর্ষণে হুগলী জেলার ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে লক্ষ  লক্ষ টাকার উপর। জেলায় আলু চাষের জমির পরিমান ৯০ হাজার হেক্টর জমি। সেমবার সকাল থেকেই  আলু জমি থেকে জল বের করে আলু বীজ বাঁচানোর মরিয়া চেষ্টা করছেন চাষীরা। চাষীদের দাবি অকাল বর্ষণে একেবারে সর্বস্বান্ত  হয়ে পড়েছে। আবার নতুন করে আলু বসানো বা জমি তৈরি করে আবার আলু বসানো অনেকের পক্ষেই আর সম্ভব হবে না।
অন্যদিকে আবহাওয়া উপযোগী হলে পুনরায় জমি আলু চাষের উপযোগী করে আলু বসাতে সময় লাগতে পারে পনেরো থেকে কুড়ি দিন। ফলে আলু চাষে ফলন যেমন কমবে খাবার আলুর জোগানেও পড়বে টান। আগামী দিনে ধানের ক্ষতির ফলে যেমন  চালের যোগান টান পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।  ঠিক তেমনি আগামী দিনে খাবার আলুর জোগানেও টান পড়বে বলে মত চাষীদের।